ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

এক্সিম ব্যাংকের ১১৯তম শাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এক্সিম ব্যাংকের ১১৯তম শাখা উদ্বোধন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়াসহ অন্যরা।

ঢাকা: কুমিল্লার নাঙ্গলকোটে মৎস্য ও কৃষি অর্থনীতিতে সমৃদ্ধ এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ১১৯ তম শাখার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) নাঙ্গলকোটের বক্সগঞ্জ শপিং সেন্টারে অবস্থিত শাখায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর, ব্যাংকের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. আখতারুজ্জামানসহ প্রধান কার্যালয়ের নির্বাহীরা ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।