ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ঈশ্বরদীতে ডাচ-বাংলার এজেন্ট ব্যাংক শাখার উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
ঈশ্বরদীতে ডাচ-বাংলার এজেন্ট ব্যাংক শাখার উদ্বোধন

ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে ডাচ-বাংলার এজেন্ট ব্যাংক শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্র রেলগেট এলাকায় শাখাটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় এভিপিও সাইফুল ইসলাম।

রেলগেট ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন- ডাচ-বাংলা ব্যাংক পাবনা শাখার এরিয়া ম্যানেজার শাখাওয়াত হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুণ্ডু, দৈনিক সমকালের প্রতিনিধি সেলিম সরদার, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি তৌহিদ আক্তার পান্না প্রমুখ।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাচ-বাংলার এজেন্ট ব্যাংক ঈশ্বরদী শাখার পরিচালক নিলুফা আক্তার বানু।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।