ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

তফসিলি হলো প্রবাসী কল্যাণ ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
তফসিলি হলো প্রবাসী কল্যাণ ব্যাংক বাংলাদেশ ব্যাংক

ঢাকা: প্রবাসী কল্যাণ ব্যাংককে বিশেষায়িত তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৩১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহা-ব্যবস্থাপক আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত প্রজ্ঞাপন সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।
 
এর আগে সোমবার (৩০ জুলাই) ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে প্রবাসী কল্যাণ ব্যাংককে বিশেষায়িত তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্তির অনুমোদন করেন ডেপুটি গর্ভনর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান।


 
বাংলাদেশের স্বাধীতার পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে-বিদেশে প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে প্রবাসী কল্যাণ পরিদফতর প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি কার্যাবলী এবং উদ্যোগকে সম্প্রসারণ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার লালিত সেই ধারণা এবং আবেগে উৎসাহিত হয়ে অভিবাসীদের সার্বিক কল্যাণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেন।

ঢাকায় কলম্বো প্রসেসের চতুর্থ সম্মেলন চলাকালীন সময়ে ২০১১ সালের ২০ এপ্রিল ব্যাংকের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।