ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

চার হাজার কোটি টাকা অনিয়ম হয়েছে: বাংলাদেশ ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
চার হাজার কোটি টাকা অনিয়ম হয়েছে: বাংলাদেশ ব্যাংক

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেছেন, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে চার হাজার কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (জুলাই ৩১) ২০১৮-১৯ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডেপুটি গভর্নর এসব কথা বলেন।

রাজি হাসান বলেন, আমদানির আড়ালে বিদেশে নিয়ে যাওয়া চার হাজার কোটি টাকার অনিয়ম হয়েছে দেশের বেশ কয়েকটি ব্যাংকে।

এসব ব্যাংকে পরিদর্শন কার্যক্রম চালানোর পর এসব অনিয়ম ধরা পড়েছে। আমরা এ টাকার অনিয়মের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে প্রয়োজনীয় তথ্য দিয়েছি। তারা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬৩১ঘণ্টা, জুলাই: ৩১, ২০১৮
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।