ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, মে ২৮, ২০১৮
ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল ইফতার মাহফিল

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখার উদ্যোগে ‘সিয়াম, তাকওয়া ও সাদাকাহ’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. শহীদুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গভবন স্টাফ কোয়ার্টার জামে মসজিদের খতিব মওলানা মুফতি মো. মাসউদুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল জব্বার ও তাহের আহমদ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও শাখার গ্রাহকরা।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মে ২৮, ২০১৮
পিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।