ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

প্রাইম ব্যাংকের এএমডি হলেন হাবিবুর রহমান

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
প্রাইম ব্যাংকের এএমডি হলেন হাবিবুর রহমান

ঢাকা: বেসরকারি প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন হাবিবুর রহমান। 

সোমবার (০২ এপ্রিল) ব্যাংকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দীর্ঘ ৩৩ বছরের ব্যাংকিং পেশায় হাবিবুর রহমান আন্তর্জাতিক ব্যাংকিং, বৈদেশিক মুদ্রানীতি ও লেনদেন বিষয়ে অভিজ্ঞ।

 

১৯৮৫ সালে এবি ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন হাবিবুর রহমান। এরপর ১৯৮৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। দীর্ঘ ২০ বছর বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি, এফইপিডি, এফইআইডি,এফইওডি, ডিবিআই- তে কাজ করেছেন। প্রাইম ব্যাংকে যোগদানের আগে তিনি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের উপমহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।  

২০০৬ সালের অক্টোবরে প্রাইম ব্যাংকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেওয়ার পর এমডি সেক্রেটারিয়েট, এক্সপোর্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল ডিভিশন, এডিসি, রিটেইল ব্যাংকিং, ট্রেজারি, এসএমই, আইসিসিডি ও এফএমডি’র দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।