ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ঋণের সুদ হার এক অঙ্কে নামিয়ে আনা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
ঋণের সুদ হার এক অঙ্কে নামিয়ে আনা হবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত/ছবি- জি এম মুজিবুর

ঢাকা: চলতি মার্চ মাসের মধ্যে সব বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুদ হার এক অঙ্কে নামিয়ে আনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রোববার (০১ এপ্রিল) বেলা সা‌ড়ে ১১টায় হো‌টেল সোনারগাঁওয়ে ‘জনতা ব্যাং‌কের বা‌র্ষিক স‌ম্মেলন’-এ বক্তব্য রাখ‌ছি‌লেন অর্থমন্ত্রী।  

তিনি বলেন, সুদের হার বাড়ার কোনো যৌক্তিকতা নেই।

কোথাও তারল্যের সমস্যা নেই। আমাদের ব্যাংকগুলো এ মাসের মধ্যে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমি খুবই খুশি।

এ বছর নির্বাচ‌নের বছর উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, অথর্নী‌তি‌তে স্থি‌তিশীলতা বিঘ্নিত হওয়ার সু‌যোগ নেই। আগে নির্বাচন ঘিরে যে ‘অন্যরকম’ প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি হ‌তো, যা এখন নেই।  

এর আগে গত শুক্রবার (২০ মার্চ) রাতে রাজধানীর গুলশানে ব্যাংকিং খাতের চলমান সঙ্কট নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে জরুরি বৈঠক হয়। বৈঠকে ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ (ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর) ৩ শতাংশ কমানো এবং ব্যাংকে সরকারি আমানতের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকের রাখার দাবি জানায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।