ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ঋণ ব্যবস্থাপনা নিয়ে এসবিএসি ব্যাংকের প্রশিক্ষণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
ঋণ ব্যবস্থাপনা নিয়ে এসবিএসি ব্যাংকের প্রশিক্ষণ এসবিএসি’র প্রশিক্ষণ কর্মসূচি

ঢাকা: পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ৬৪তম শাখার কর্মকর্তাদের নিয়ে পাঁচ দিনব্যাপী ঋণ ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। 

শনিবার (৩১ মার্চ) ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম ফারুক।  

এ সময় উপস্থিত ছিলেন- ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মানবসম্পদ বিভাগের প্রধান মো. গোলাম নবী, বনানী শাখার ব্যবস্থাপক ও এসইভিপি মো. আলতাফ হোসেন ভূঁইয়া ও কোম্পানি সম্পাদক মো. মোকাদ্দেস আলী।

 

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।