ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

সিটি ব্যাংক ও নাভানা লিমিটেডের মধ্যে চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
সিটি ব্যাংক ও নাভানা লিমিটেডের মধ্যে চুক্তি সিটি ব্যাংক ও নাভানা লিমিটেডের মধ্যে চুক্তি

ঢাকা: সিটি ব্যাংক ও বাংলাদেশে নতুন টয়োটা গাড়ির একমাত্র পরিবেশক নাভানা লিমিটেডের মধ্যে চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় সিটি ব্যাংকের গ্রাহকরা গাড়ি ক্রয়ের ক্ষেত্রে আকর্ষণীয় রেট ও হ্রাস করা প্রসেসিং ফি-তে অটো লোন সুবিধা পাবেন।

এছাড়া টয়োটা, করোলা, অলটিস গাড়ি ক্রয়ে গ্রাহকরা পাবেন ৫০ হাজার টাকা নগদ ছাড়।

সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও নাভানা লিমিটেডের বিক্রয় বিভাগের প্রধান মো. শহুদ মুস্তানসির এ করপোরেট চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।