ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

সাভারে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো আ’লীগ নেতার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
সাভারে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো আ’লীগ নেতার ছবি প্রতীকী

সাভার (ঢাকা): বেপোয়ারা ট্রাকের ধাক্কায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হকের (৫৫) মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বলিয়াপুর এলাকা এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানান, সকালে হেমায়েতপুর বলিয়াপুর এলাকা অটোরিকশা যোগে বাড়ি যাচ্ছিলেন এমদাদুল হক।

এ সময় পাটুরিয়াগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ঘাতক ট্রাকটিকেও আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ