ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

ওজনে চাল কম দেওয়ায় আ’লীগ নেতাকে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
ওজনে চাল কম দেওয়ায় আ’লীগ নেতাকে কারাদণ্ড

নড়াইল: সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের নির্ধারিত কার্ডের বিনিময়ে ১০ টাকার চাল ওজনে কম দেওয়ায় আসাদুজ্জামান মোল্লা (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালাতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার এ আদেশ দেন। এ সময় ওই নেতার ডিলারশিপও বাতিল করা হয়।

আসাদুজ্জামান মোল্লা নড়াইল সদর উপজেলার শাহবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।  

এসময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সেনাবাহিনীর সদস্যরা, ডিবি, খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ