ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

জোনাইলে ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
জোনাইলে ১৪৪ ধারা জারি

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন আছাদের ধানের খোলা এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

বড়াইগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পারভেজ বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকালে বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন আছাদের ধানের খোলায় আওয়ামী লীগের সম্মেলন ডাকে উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সমর্থকরা।

অপরদিকে, স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের সমর্থকেরাও একই স্থানে সমাবেশের ডাক দেন।  

একই স্থানে দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা তৈরি হলে ওই এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ