ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

ফেনী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান দিদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
ফেনী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান দিদার

ফেনী: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য ফেনী জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হয়েছেন দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বাংলানিউজকে এ তথ্য জানানো হয়েছে।

জেলার ৬ উপজেলা চেয়ারম্যানদের মধ্যে বাছাই করে দিদারকে শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত করা হয়।

এর আগে ২০১৫ ও ২০১৬ সালে পরপর দুইবার চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

দিদারুল কবির রতন ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি জেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ