ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

সুনামগঞ্জে ইউপি আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
সুনামগঞ্জে ইউপি আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের দুলাইপাড় স্কুলের পাশে থেকে ওই নেতার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জয়নাল ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকসেদ আলী বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা ওই স্কুলের পাশে ইউপি আওয়ামী লীগ নেতা জয়নালের মরদেহ পড়ে থাকতে দেখে আমাকে জানায়। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

এদিকে এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদউল্লাহ বাংলানিউজকে বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটকদের  জিজ্ঞাসাবাদ করা হলে নিহতের কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ