ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

ঢাবিতে মিছিল বের করে ধাওয়া খেলো এরশাদের ছাত্রসমাজ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
ঢাবিতে মিছিল বের করে ধাওয়া খেলো এরশাদের ছাত্রসমাজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির (জাপা) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজ মিছিল বের করে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর ধাওয়া খেয়েছে। 

শনিবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করলে তাদের ধাওয়া দেওয়া হয়। নব্বইয়ের দশকে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনেরর সময় বিতর্কিত ভূমিকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ ক্যাম্পাসে ছাত্রসমাজের কার্যক্রম নিষিদ্ধ করে।

তবে আসন্ন ডাকসু নির্বাচনে সংগঠনটি ভিপি ও জিএস পদে প্রার্থী দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধুর ক্যান্টিন থেকে ছাত্রসমাজের ২০-২৫ জন নেতাকর্মী এরশাদের নামে স্লোগান দিয়ে মিছিল বের করে। এসময় মধুর ক্যান্টিনে থাকা ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী, জাসদ ছাত্রলীগ, ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। তখন ছাত্রসমাজের কর্মীরা সটকে যায়।  

পরে বামপন্থিদের ছাত্রজোটের সমন্বয়ক ইকবার কবীরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এসকেবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ