ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

পি‌রোজপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
পি‌রোজপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলা

পি‌রোজপুর: পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের ওপর হামলা করেছে প্র‌তিপক্ষরা।

রোববার (২৪ ফেব্রুয়া‌রি) দুপুর দেড়টার দি‌কে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে।

‌স্থানীয়রা জানান, দুপুরে অনিরুজ্জামান ক্যাম্পাসে যান।

এরপর ৭-৮ জন যুবক জিআই পাইপ নিয়ে তার ওপর হামলা করে। হামলাকারীদের জিআই পাইপের আঘাতে অনিরুজ্জামানের মাথা, হাত ও বুক জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।

অনিরুজ্জামানের বাবা পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আকতারুজ্জামান অভিযোগ করে বলেন, ছাত্রলীগ নেতা ইফতেখারুজ্জামানের নেতৃত্বে তার লোকজন অনিরুজ্জামানের ওপর হামলা করে। আধিপত্য নিয়ে এ হামলা হয়েছে।

পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ননী গোপাল রায় বাংলানিউজকে বলেন, অনিরুজ্জামানের মাথায় আঘাত থাকায় তার সিটিস্ক্যান করা প্রয়োজন। এজন্য তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসাপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
 
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ