ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

দায়িত্ব যথাযথভাবে পালন করবো: টিপু মুনশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
দায়িত্ব যথাযথভাবে পালন করবো: টিপু মুনশি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ফটো)

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নতুন মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার (০৭ জানুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ শেষে বঙ্গভবন চত্বরে সাংবাদিকদের কাছে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।  

এর আগে বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার ২৪জন মন্ত্রী, ১৯জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী শপথ নেন।

 

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এমএফআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ