ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘নাটক করার জন্য খালেদার ফরম তোলা হয়েছিল’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
‘নাটক করার জন্য খালেদার ফরম তোলা হয়েছিল’ মাহাবুব-উল-আলম হানিফ। ছবি-বাংলানিউজ

কুষ্টিয়া: ‘নাটক’ করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন ফরম তোলা হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।

তিনি বলেন, ‘খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি, এদেশের সংবিধান অনুযায়ী দণ্ডপ্রাপ্ত কায়েদির নির্বাচন করার কোনো সুযোগ নেই। বিএনপির নেতৃবৃন্দরা নাটক করার জন্য খালেদা জিয়ার মনোনয়ন ফরম তুলেছিলেন।

এসব নাটক করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। ’

রোববার (০২ ডিসেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।  

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেতাদের বাংলাদেশের সংবিধান ভালো করে জানার আহ্বান জানান হানিফ।  

জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এসময় তার বাসায় উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ