ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নতির চরম শিখরে: কামরুল

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নতির চরম শিখরে: কামরুল উঠান বৈঠকে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

কেরানীগঞ্জ (ঢাকা): ‘বাংলাদেশে একসময় মঙ্গা লেগেই থাকতো। আর এখন আমরা খাদ্য রপ্তানি করার যোগ্যতা অর্জন করেছি। নেপালে দুর্যোগের সময় আমরা তাদের খাদ্য সহায়তা দিয়েছি। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। উত্তরবঙ্গে এখন আর মঙ্গা হয় না।’

শুক্রবার (৩০ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন মাদারীপুর এলাকায় এক উঠান বৈঠকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ কথা বলেন।

বাংলাদেশে হতদরিদ্রের হার ৯ শতাংশের একটু বেশি জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এ দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আনা হয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। ’ 

কেরানীগঞ্জেও এ উন্নয়নের ছোঁয়া লেগেছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, ‘কেরানীগঞ্জের ঘাটারচরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় চালু হবে। ১২০ কোটি টাকা ব্যয়ে কেরানীগঞ্জের সড়ক অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। ’

ঢাকা-২ আসন নির্বাচন সমন্বয় কমিটি কালিনন্দী ইউনিয়নের আহ্বায়ক আবুল হোসেন মাস্তানের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন- খাদ্যমন্ত্রীর ছেলে ডা. তানজিল ইসলাম অদিত, ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আজম খান বারকু, কেন্দ্রীয় যুবলীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ