ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগের শিখর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগের শিখর অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর মনোনয়নপত্র জমা দিলেন

মাগুরা: আওয়ামী লীগের হয়ে লড়তে মাগুরা-১ আসনের মনোনয়নপত্র জমা দিলেন দলটির অন্যতম নেতা অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বুধবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জামা দেন তিনি। একই সময় মাগুরা-২ আসের মনোনয়নপত্র জামা দেন ডা. শ্রী বীরেন শিকদার।

এর আগে এই আসেনে প্রয়াত সংসদ সদস্য আসাদুজ্জামানের কবর জিয়ারত করেন সাফুজ্জামান শিখর।  

এদিকে মাগুরা-১ আসনের বিএনপির হয়ে মনোনয়নপত্র জমা দেন মনোয়ার হোসেন খান । এসময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাগুরা জেলা প্রশাসক (ডিসি) আলী আকবর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ