ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

মনোনয়নপত্র জমা দিলেন মহাজোট প্রার্থী পীর মিসবাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
মনোনয়নপত্র জমা দিলেন মহাজোট প্রার্থী পীর মিসবাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন মহাজোট প্রার্থী পীর মিসবাহ। ছবি-বাংলানিউজ

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মহাজোট মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

বুধবার (২৮ নভেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল আহাদের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদ, সাইফুর রহমান সমছু, জসিম উদ্দিন লাল, হাজী হেলাল, মুজাম্মেল হক মুনিমসহ মহাজোটের নেতাকর্মীরা।

 

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ২৮,  ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ