ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

অপপ্রচার নিয়েই বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত: হাছান মাহমুদ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
অপপ্রচার নিয়েই বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত: হাছান মাহমুদ প্রচার উপ কমিটির বৈঠক শেষে ব্রিফিং করছেন হাছান মাহমুদ

ঢাকা: মিথ্যাচারের উপরেই বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত মন্তব্য করে দলের আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আদতে তাদের (বিএনপি) কোনো অর্জন নেই। তাদের অর্জন হলো দুর্নীতিতে টানা পাঁচবার বাংলাদেশকে চ্যাম্পিয়ন করানো, কালো টাকা সাদা করান, একযোগে দেশের ৫০০ স্থানে বোমা হামলা, মানুষ পুড়িয়ে হত্যা করা।

তিনি বলেন, বিএনপি তাদের এসব অপকর্ম ঢাকার জন্যই সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে অনেক আগে থেকেই। তাদের এসব অপপ্রচার রোধে সম্মুখ প্রচারণার পাশাপাশি আওয়ামী লীগের অনলাইন ও মিডিয়া সেলের কর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করে যাচ্ছেন।



একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার উপ কমিটির নিয়মিত বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন হাছান মাহমুদ।

হাছান মাহমুদ বলেন, আমাদের সঙ্গে ইতিমধ্যে সমাজের বিশিষ্টজন ও অভিনয় শিল্পীরা যুক্ত হয়েছেন, যারা তাদের বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে গত দশ বছরের সরকারের উন্নয়ন-অগ্রযাত্রার খবর জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন।

তিনি জানান, সরকারের উন্নয়নের ডকুড্রামা, বিএনপির অগ্নি-সন্ত্রাসের ভিডিও, নৌকার পক্ষে ভোট চেয়ে গান সম্বলিত একটি সিডি, টিভিসি এমন মোট চারটি সিডি আমরা প্রার্থী ঘোষণার পর সব প্রার্থীর হাতে পৌঁছে দেব। গত বৈঠকের সিদ্ধান্ত ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছ। আজকের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত জনপ্রিয় অভিনয় শিল্পীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার পক্ষে, জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে, বিএনপির অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে লাইভ ভিডিও, পোস্ট ইত্যাদির মাধ্যমে নৌকার পক্ষে ভোট চাইবেন। পুরো প্রক্রিয়াটি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের অনলাইন পাবলিসিটি সেলকে। এ ছাড়াও নৌকার পক্ষে ভোট চেয়ে মিউজিক ভিডিও তৈরির কাজ চলছে, যেখানে দেশের বিশিষ্টজন ও তারকা শিল্পীরা অংশ নিয়েছেন।

হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন দলের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকতার হোসেন, চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, রোকেয়া প্রাচী, শাকিল খানসহ নির্বাচন উপলক্ষে গঠিত প্রচার কমিটির নিয়মিত সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ