ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

মনোনয়ন কিনলেন তারানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
মনোনয়ন কিনলেন তারানা মনোনয়ন ফরম হাতে তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোট করার লক্ষ্যে টাঙ্গাইল-৬ আসন থেকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

শনিবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এসে নিজেই মনোনয়ন ফরম নেন তারানা হালিম।

এর আগে দুইবার সংরক্ষিত আসনের সদস্য হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেন তিনি।

এবারই প্রথম সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি।

জেলার দেলদুয়ার-নাগরপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৬ আসন। এই আসনের বর্তমান সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন।

প্রায়ত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবিরিয়ার অাত্মীয় তারানা হালিম আগে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এসএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ