ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

উন্নয়ন ধরে রাখতে নৌকার পক্ষে রায় দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
উন্নয়ন ধরে রাখতে নৌকার পক্ষে রায় দিন বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠান

বাগেরহাট: বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, একটা দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হলো বিদ্যুৎ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদা অনুযায়ী আমরা মোল্লাহাট  ও ফকিরহাট উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করেছি। ৩০ মার্চের মধ্যে চিতলমারী উপজেলাতেও শতভাগ বিদ্যুতায়ন হবে। তাই এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে রায় দিন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটের চিতলমারী উপজেলার চরকচুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সন্তোষপুর ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেলাল উদ্দিন বলেন, সন্তোষপুরে এক সময় নৌকায় আসতে হতো।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সারাদেশের মতো এখানেরও ব্রিজ, কালভার্ট এবং রাস্তা করেছে।

সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিয়া রহমান বিউটির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হ্যাপি বড়াল, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান শামীম।

ষন্তোষপুর ইউনিয়নকে শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে পল্লী বিদ্যুৎ সমিতি ৬টি গ্রামের ৯৬৬ জন গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। এতে ৩ কোটি ১১ লাখ টাকা ব্যয় হয়েছে।

অনুষ্ঠানের পরে চিতলমারী উপজেলা অডিটোরিয়ামে সংসদ সদস্যের নামে প্রতিষ্ঠিত ‘শেখ হেলালউদ্দিন ফাউন্ডেশন’ থেকে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে উত্তীর্ণ ২৫০ মেধাবী শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে বৃত্তি দেন প্রধান অতিথি।

এছাড়া মধুমতি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারকে ১০ হাজার ও হতদরিদ্র ২০ জনকে পাঁচ হাজার টাকা করে দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ