ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগের সাংগঠনিক সফর শুরু ২৬ জানুয়ারি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
আ’লীগের সাংগঠনিক সফর শুরু ২৬ জানুয়ারি

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৬ জানুয়ারি (শুক্রবার) থেকে দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সংগঠনকে গতিশীল ও নির্বাচনমুখী করার প্রত্যয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ১৫টি সফর টিম গঠন করা হয়েছে। টিমগুলো জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে আওয়ামী লীগ আয়োজিত বিভিন্ন জনসভা বা কর্মীসভায় অংশ নেবে।

রোববার (২১ জানুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলানিউজকে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশব্যাপী এ সাংগঠনিক সফরকে সফল করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ