ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

দেশের জন্য সব অসম্ভবকে সম্ভব করছেন শেখ হাসিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
দেশের জন্য সব অসম্ভবকে সম্ভব করছেন শেখ হাসিনা বক্তব্য রাখছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

লালমনিরহাট: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশ ও দেশের মানুষের জন্য সব অসম্ভবকে সম্ভব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে এক সময়ের অচেনা বাংলাদেশ আজ উন্নয়নের পর্বতশৃঙ্গ অতিক্রম করেছে।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের আদিতমারীতে বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দাতা সংস্থা এসকেএস ফাউন্ডেশন ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

নুরুজ্জামান আহমেদ বলেন, বিশ্বের ধনী দেশগুলো একজন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার সাহস করেনি। অথচ বঙ্গবন্ধু কন্যা ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। বিশ্ব বিচলিত হলেও রোহিঙ্গা ঢেউ শেখ হাসিনাকে বিচলিত করতে পারেনি।

আদিতমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী। এছাড়াও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাহির তাহু, মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা ইমরুল কায়েস ফারুক, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, উপজেলা ছাত্রলীগের সম্পাদক মাঈদুল ইসলাম বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ