ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

সাহস থাকলে সমাবেশ করে দেখান- বিএনপিকে নাসিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
সাহস থাকলে সমাবেশ করে দেখান- বিএনপিকে নাসিম

বিএনপি’র উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সাহস থাকলে সমাবেশ করে দেখান।

ঢাকা: বিএনপি’র উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সাহস থাকলে সমাবেশ করে দেখান।

“আমরা নেতা-কর্মীদের নিয়ে বৃষ্টিতে ভিজে, পুলিশের লাঠিপেটা খেয়ে সভা-সমাবেশ করেছি।

মাঠ দখল করে রেখেছি। সাহস থাকলে মাঠে আসুন, সমাবেশ করুন”।

বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) অডিটরিয়ামে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী।

৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা চিকিৎস‍া পরিষদ (স্বাচিপ) এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। সারা বিশ্বের মানুষ শেখ হাসিনাকে মেনে নিয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সল‍ান।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬

এমএফআই/এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ