ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি

দীর্ঘদিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হয়েছে। আতিকুর রহমান তুষারকে সভাপতি ও সাদ মো. জয়কে সাধারণ সম্পাদক করে গঠিত নতুন কমিটির আট সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

ময়মনসিংহ: দীর্ঘদিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হয়েছে।

 

আতিকুর রহমান তুষারকে সভাপতি ও সাদ মো. জয়কে সাধারণ সম্পাদক করে গঠিত নতুন কমিটির আট সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি সম্পদ দত্ত সৈকত, সহ সভাপতি অপু রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শামস সরকার রিদম ও নৃপেণ সিং, সাংগঠনিক সম্পাদক প্রিতম বিশ্বাস ও আবু হাসান সরকার।

মঙ্গলবার (০৮ নভেম্বর) রাতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক সরকার সব্যসাচী এক বছর মেয়াদী কমিটির অনুমোদন দেন।

বুধবার (০৯ নভেম্বর) জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নতুন এ কমিটির খবর জানানো হয়।

বাংলাদেশ সময় ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এমএএএম/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ