ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

গুলিস্তানে অস্ত্র মহড়ায় ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
গুলিস্তানে অস্ত্র মহড়ায় ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার

ঢাকা: গুলিস্তানে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হকারদের ওপর হামলাকারী দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সোমবার (৩১ অক্টোবর) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই দুইজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

গত বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের কর্মচারী ও কয়েকজন যুবকের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। সেসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও হয়। ঘটনার সময় ওই দুই ছাত্রলীগ নেতার হাতে পিস্তল ও রিভলবার দেখা যায়। যা শুক্রবার সংবাদপত্রেও আসে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ