ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ওসমানী পৌর স্টেডিয়ামে জনতার ঢল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
ওসমানী পৌর স্টেডিয়ামে জনতার ঢল ছবি: দীপু-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ থেকে: মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করে আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে ওসমানী পৌর স্টেডিয়ামে জনতার ঢল নেমেছে। স্টেডিয়াম যেমন কানায় কানায় পূর্ণ, তেমনি আশপাশের এলাকায়ও বাড়ছে জনতার ভিড়।

নারায়ণগঞ্জের মহানগর, বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং ১৪দলের নেতাকর্মীরা জনসভায় অংশ নিয়েছেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। সভাপতিত্ব করছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ এ সভার আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এমএন/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ