ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

মহেশপুরে তিন ইউপিতে আ’লীগ ২, স্বতন্ত্র ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
মহেশপুরে তিন ইউপিতে আ’লীগ ২, স্বতন্ত্র ১

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার তিন ইউনিয়নের প্রাপ্ত ফলাফলে দু’টিতে আওয়ামী লীগ এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

এর মধ্যে এসবিকে ইউনিয়নে আরিফান জাহান চৌধুরী নুথান ৩ হাজার ৯৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (স্বতন্ত্র-জামায়াত) পেয়েছেন ২ হাজার ৭৮৬ ভোট।

ফতেপুর ইউপিতে সিরাজুল ইসলাম সিরাজ (নৌকা প্রতীক) ৫ হাজার ৬০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম ফারুক (স্বতন্ত্র) ৪ হাজার ৬৭৮ ভোট পেয়েছেন।

মান্দারবাড়ীয়া ইউপিতে শফিদুল ইসলাম (স্বতন্ত্র) ৫ হাজার ৯৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুর রহমান (নৌকা প্রতীক) পেয়েছেন ৪ হাজার ৭৯১ ভোট।
 
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন বাংলানিজউকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ