ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

নভোএয়ারের শাটল সার্ভিস চালু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
নভোএয়ারের শাটল সার্ভিস চালু

ঢাকা: নভোএয়ার সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুরে বিনামূল্যে শাটল সার্ভিস চালু করেছে। রংপুর, দিনাজপুর ও এর আশাপাশের যাত্রীরা সৈয়দপুর বিমানবন্দর থেকে যাওয়া-আসার সুবিধা নিতে পারবেন।

রংপুর নভোএয়ার সেলস অফিস থেকে সকাল ৬টা ৫০ মিনিট, ৯টা ৩৫ মিনিট, দুপুর ১২টা ৩৫ মিনিট, বিকেল ৫টা ২০ মিনিট এবং ৬টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সৈয়দপুর বিমানবন্দর থেকে রাত ৮টা ৫০ মিনিটে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া দিনাজপুর নভোএয়ার সেলস অফিস থেকে সকাল ৬টা ৪৫ মিনিট, দুপুর ১২টা ৩০ মিনিট এবং বিকেল ৫টায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত ৮টা ৫০ মিনিটে।

নভোএয়ার সৈয়দপুর থেকে প্রতিদিন সকাল ৮টা ৪০ মিনিটে, সকাল ১১টা ৪০ মিনিটে, বিকেল ২টা ৪০ মিনিটে, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এবং রাত ৯টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
রংপুর থেকে বিনামূল্যে শাটল সার্ভিসের সুবিধা পেতে যোগাযোগ: ০১৭০৮১৩২৬৪১ এবং ০১৭৫৫৬৯৪৯৩০।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।