ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ঈদুল আজহার আগেই কক্সবাজারে ফ্লাইট চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
ঈদুল আজহার আগেই কক্সবাজারে ফ্লাইট চালু মো. মফিদুর রহমান

ঢাকা: চলতি বছরের জুলাই মাসের মধ্যেই কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দরে স্বাস্থ্যসেবা নিশ্চিত হলেই ঈদুল আজহার আগেই অর্থাৎ চলতি মাসের শেষের দিকে খুলে দেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলানিউজকে একথা জানান বেবিচক চেয়ারম্যান।

মো. মফিদুর রহমান বলেন, কক্সবাজার বিমানবন্দরে প্রয়োজনীয় চিকিৎসা ও নার্স দিতে স্বাস্থ্য অধিদপ্তরকে বলেছি। কক্সবাজারে এয়ারলাইন্সগুলো যেতে চায়। স্বাস্থ্য অধিদপ্তর আশ্বস্ত করেছে যে, আগামী সপ্তাহের দিকে তারা চিকিৎসাকর্মী দিতে পারবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত হলেই আমরা বিমানবন্দরে ফ্লাইট চালুর অনুমতি দেবো।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।