ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ঘন কুয়াশায় ঢাকায় প্লেন চলাচল সাময়িক বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
ঘন কুয়াশায় ঢাকায় প্লেন চলাচল সাময়িক বন্ধ  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ঢাকা: ঘন কুয়াশার কারণে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে প্লেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৭টার পর থেকে কোনো ফ্লাইট এই বিমানবন্দরে অবতরণ বা এখান থেকে উড্ডয়ন করতে পারেনি।  

সিভিল এভিয়েশনের ডিউটি অফিসার ফরিদউদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, কুয়াশা কেটে গেলে যথারীতি ফ্লাইট চালু হবে।

 

 

এদিকে, সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে  এমিরেটস এয়ারলাইন্সের সকাল ৮টার ফ্লাইটটি শাহজালালে নামতে পারেনি। কুয়াশা কেটে গেলে বেলা ১১.২০ মিনিটে এই ফ্লাইটটি অবতরণ করবে।

 

এছাড়া সকাল ৭.৫০ মিনেটের একটি ফ্লাইট নামানো হয়েছে কলকাতায় এবং সকাল ৮.২০ মিনিটের একটি ফ্লাইট নেমেছে চিটাগাংয়ে।

এর আগে ২৯ নভেম্বর একই কারণে সকাল ১১টা পর্যন্ত ঢাকায় বন্ধ ছিল প্লেন চলাচল।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এসজে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।