ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

কুমিল্লা ভিক্টোরিয়ানস এর এয়ারলাইন পার্টনার নভোএয়ার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
কুমিল্লা ভিক্টোরিয়ানস এর এয়ারলাইন পার্টনার নভোএয়ার

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-২০১৬ এ গত বিপিএল এর চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস এর এয়ারলাইন পার্টনার হলো দেশের শীর্ষতম বেসরকারি এয়ারলাইন নভোএয়ার।

এ উপলক্ষে সম্প্রতি নভোএয়ার ও কুমিল্লা ভিক্টোরিয়ানস এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তিতে নভোএয়ার এর হেড অব মার্কেটিং এন্ড সেলস সোহেল মজিদ ও কুমিল্লা ভিক্টোরিয়ানস এর চেয়ারম্যান নাফিসা কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নভোএয়ার গত তিনবছরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় আন্তর্জাতিক মানের যাত্রী সেবা প্রদান ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করছে। নভোএয়ার সামাজিক দায়িত্ববোধ থেকেই সব সময়ই নানা ধরনের খেলার পৃষ্ঠপোষকতা করে আসছে। সেই ধারাবাহিকতায় দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও আকর্ষণীয় এ আয়োজনে সম্পৃক্ত হয়েছে নভোএয়ার।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন; ১৩৬০৩ নাম্বারে অথবা ভিজিট করুন flynovoair.com এই মেল ঠিকানায়।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘন্টা, নভেম্বর ০১, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।