ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ইয়েমেন-কেনিয়ায় স্কুলে সহায়তা দিচ্ছে ইতিহাদ এয়ার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
ইয়েমেন-কেনিয়ায় স্কুলে সহায়তা দিচ্ছে ইতিহাদ এয়ার

ঢাকা: ‘উই কেয়ার ইয়েমেন’ ক্যাম্পেইন ও কেনিয়ার দুইটি বিদ্যালয়ের জন্য মিলিয়ন দিরহাম সহায়তা দিচ্ছে ইতিহাদ এয়ারওয়েজ।

সোমবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল এয়ারলাইন ইতিহাদ এয়ারওয়েজ ‘উই কেয়ার ইয়েমেন’ ক্যাম্পেইন সমর্থনে প্রায় এক মিলিয়ন দিরহাম দিয়েছে এয়ারলাইন্সটি।

পাশাপাশি দেশটির  রেড ক্রিসেন্টের সঙ্গে যৌথ উদ্যোগে বার্ষিক দাতব্য তহবিলের অংশ হিসেবে কেনিয়ার দুইটি বিদ্যালয়ের পুনঃসংস্কারের জন্য বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত।

ইতিহাদ এয়ারওয়েজের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম পরিচালনা কমিটির আয়োজনে আল ফোরসান ইন্টারন্যাশনাল স্পোর্টস রিসোর্টে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এভিয়েশন ফুটবল কাপ এবং ফুড অ্যান্ড ফ্যাশন উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ অনুদানের ঘোষণা দেওয়া হয়।

ইতিহাদ এয়ারওয়েজের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম পরিচালনা কমিটির  চেয়ারম্যান খালেদ আল মেহার্বি বলেন, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় এয়ারলাইন হিসেবে আমরা আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা পুনর্নিশ্চিত করতে পারায় সন্তুষ্টি প্রকাশ করছি।

ভবিষ্যতে এ ধরনের সহযোগিতায় ইতিহাদ এয়ারওয়েজের সম্পৃক্ততা আরও বাড়বে বলে আশা করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।