ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

দীর্ঘতম রুটে ফ্লাইট চালাবে এয়ার ইন্ডিয়া

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
দীর্ঘতম রুটে ফ্লাইট চালাবে এয়ার ইন্ডিয়া

ঢাকা: ব্যাঙ্গালুরু থেকে স্যান ফ্রান্সিসকো রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে ভারতের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া। এ বিষয়ে নিজেদের পরিকল্পনার কথাও জানিয়েছে এয়ারলাইন্সটি।

অনুমোদন পেলে এটিই হবে বাণিজ্যিকভাবে বিরতিহীন প্লেন চলাচলে বিশ্বের দীর্ঘতম রুটে।

সম্প্রতি এক প্রস্তাবে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়, ব্যাঙ্গালুরু থেকে স্যান ফ্রান্সিসকো একটি নতুন রুটের বিষয়ে প্রস্তাব করা হয়েছে। ৮ হাজার ৬শ’ ৯৯ মাইলের (১৪ হাজার কিলোমিটার) রুটটি হবে ১৮ ঘণ্টার বিরতিহীন। অনুমোদন পেলে এটিই হবে বিশ্বের দীর্ঘতম ফ্লাইট রুট।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ডালাস-ফর্থ ওর্থ থেকে অস্ট্রেলিয়ার সিডনি রুটে আট হাজার ৫শ’ ৭৮ মাইলের দীর্ঘতম ফ্লাইটি পরিচালনা করছে অস্ট্রেলিয়ার জাতীয় পতাকাবাহী কান্তাস এয়ারওয়েজ।

এছাড়া যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আট হাজার ৪শ’ ৩৯ মাইল দূরত্বে ষোল ঘণ্টা ৩০ মিনিটে ফ্লাইট পরিচালনা করছে ডেল্টা এয়ারওয়েজ।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।