ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

উড়ছে ইউনাইটেডের ফ্লাইট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
উড়ছে ইউনাইটেডের ফ্লাইট

ঢাকা: ধর্মঘট সত্ত্বেও ওড়া শুরু করেছে ইউনাইটেড এয়ারওয়েজের উড়ান। দু’দিন সব ফ্লাইট বন্ধ থাকার পর শুক্রবার (২৪ এপ্রিল) থেকে ফের সচল হলো এয়ারওয়েজের ফ্লাইট।

 

এক মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার থেকে ধর্মঘটের ডাক দেন এয়ারওয়েজের ক্যাপ্টেনরা।

ইউনাইটেড এয়ারওয়েজের ডিজিএম (পিআর অ্যান্ড মার্কেটিং সাপোর্ট) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-যশোর ফ্লাইটের মাধ্যমে আবারো ফ্লাইট শুরু করেছে ইউনাইটেড। শনিবার (২৫ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম-কলকাতা রুটের ফ্লাইট চালুর মাধ্যমে আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল শুরু হবে।   

ইউনাইটেড এয়ারওয়েজে বর্তমানে ১৪ জন ক্যাপ্টেন ও ২৫ জন ফার্স্ট অফিসার রয়েছেন। এর মধ্যে ফার্স্ট অফিসাররা কাজ করতে সম্মত হলেও মূলত ক্যাপ্টেনদের কারণে সব ফ্লাইট বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে গত দু’দিনে অভ্যন্তরীণ রুটের সাতটি ও আন্তর্জাতিক রুটে ৫টি ফ্লাইট বাতিল হয়েছে। নিজস্ব ক্যাপ্টেনদের ধর্মঘটের কারণে বাইরে থেকে বৈমানিক এনে ফ্লাইট চালু করেছে এয়ারওয়েজটি।  

এয়ারওয়েজ সূত্রে জানা গেছে, মার্চ মাসের বেতনের দাবিতে গত ১৯ এপ্রিল এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীকে চিঠি দেন ক্যাপ্টেনরা। এ সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৩০ এপ্রিলের মধ্যে বকেয়া এক মাসের বেতন পরিশোধের অঙ্গীকার করে। বিষয়টি সেখানেই সমাধান হয়ে গেলেও বুধবার সকালে হঠাৎ করেই তারা ধর্মঘটের ডাক দেয়।

এর আগে গত বছরের ২৫ সেপ্টেম্বর ইউনাইটেডের সব ফ্লাইট চলাচল দু’দিন বন্ধ ছিল। ক্যাপ্টেন তাসবির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করলে এ অচলাবস্থার সৃষ্টি হয়।

বর্তমানে ইউনাইটেড এয়ারওয়েজের বহরে দু’টি এয়ারবাস ৩১০, পাঁচটি এমডি ৮৩, তিনটি এটিআর ৭২ ও একটি ড্যাশ ৮ ১০০ সহ মোট ১১টি উড়োজাহাজ রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
আইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।