ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকা-চট্টগ্রাম রুটে এমডি-৮৩ চালাবে ইউনাইটেড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
ঢাকা-চট্টগ্রাম রুটে এমডি-৮৩ চালাবে ইউনাইটেড

ঢাকা: ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড আগামী ২৩ মার্চ থেকে প্রতিদিন এটিআর-৭২ উড়োজাহাজের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ১৭০ আসনের এমডি-৮৩ উড়োজাহাজ পরিচালনার পরিকল্পনা করেছে।

ইউনাইটেড এয়ারওয়েজের ১৭০ আসনের এমডি ৮৩ উড়োজাহাজ আগামী ২৩ মার্চ থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বিকাল ৪টায় ছেড়ে যাবে।



বৃহস্পতিবার (১৯ মার্চ) এয়ারওয়েজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতে ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ৩ হাজার ৮০০ টাকা এবং রিটার্ন ভাড়া ৭ হাজার টাকা (সকল প্রকার ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত)।

২০০৭ সালের ১০ জুলাই ৩৭ আসন বিশিষ্ট ড্যাশ ৮-১০০ দিয়ে যাত্রা শুরু করা ইউনাইটেডের বহরে বর্তমানে রয়েছে একটি ড্যাশ-৮-১০০, তিনটি এটিআর-৭২, পাঁচটি এমডি-৮৩ এবং দু’টি এয়ারবাস-৩১০ সহ মোট ১১টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ৮টি উড়োজাহাজাই অচল।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।