ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানের জিএম-পিআর পদ থেকে খান মোশাররফ অপসারিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
বিমানের জিএম-পিআর পদ থেকে খান মোশাররফ অপসারিত খান মো. মোশাররফ

ঢাকা: রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বাংলাদেশ বিমানের জিএম (পাবলিক রিলেশন্স) পদ থেকে খান মো. মোশাররফকে সরিয়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বর্ণ চোরাচালানে বিমান কর্মকর্তাদের জড়িত থাকার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে নেতিবাচকভাবে প্রকাশ হতে শুরু করলে কয়েক দিন আগে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।



কর্তৃপক্ষ মনে করে, বিভিন্ন সময়ে বিমানকে জড়িয়ে বিভিন্ন নেতিবাচক খবর প্রকাশ হলেও প্রয়োজনীয় তৎপরতা দেখাতে ব্যর্থ হন খান মোশাররফ।   কিন্তু বিমান চেয়ারম্যানের ধর্মপুত্র পরিচয়দ‍ানকারী স্বর্ণ চোরাচালানের হোতা পলাশকে নিয়ে খবর প্রকাশ হলে ঠিকই প্রতিবাদ পাঠান তিনি।

এছাড়া কোন টেন্ডার ছাড়াই রাঙাপ্রভাত ও  আকাশ প্রদীপ নামে বিমানের নতুন দ‍ুই উড়োজাহাজের উড্ডয়ন অনুষ্ঠান আয়োজন করেও সমালোচিত হন তিনি। ওই দুই অনুষ্ঠানে প্রায় কোটি টাকা ব্যয় হয়।

এছাড়া খান মোশাররফের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে। সেগুলোর তদন্ত এখন প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।