ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ঘন কুয়াশায় শাহজালালে ৬ ফ্লাইট বিলম্ব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
ঘন কুয়াশায় শাহজালালে ৬ ফ্লাইট বিলম্ব

ঢাকা: ঘন কুয়াশার কারণে ছয়টি যাত্রীবাহী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে সিলেট ওসমানী ও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (১ জানুয়ারি) রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার জন্য ছয়টি যাত্রীবাহী বিমান ফ্লাইট ডাইভার্ট হয়ে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। পরবর্তীতে সকাল ৯টায় পর ডাইভার্ট ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এমকে/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।