ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

নেত্রকোনায় ২৫তম বসন্তকালীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত  

আব্দুর রহমান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
নেত্রকোনায় ২৫তম বসন্তকালীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত
 

নেত্রকোনা: “মগরাতীরের সাহিত্য উৎসবে, উকিল-রশিদ-জালাল-শরতের, মাটির কবিতা প্রাণ ফিরে পাবে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় ২৫তম বসন্তকালীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন, অতিথিবৃন্দের আসন গ্রহণ, ভাষা শহিদসহ সব শহীদদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে নেত্রকোনা সাহিত্য সমাজের উদ্যেগে মঙ্গলবার (১৫ মার্চ) দিনব্যাপী এ উৎসব হয়।

জেলা শহরের মোক্তারপাড়ায় নেত্রকোনা সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণের বকুলতলায় ২৫তম বসন্তকালীন সাহিত্য উৎসব এবং বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়।  

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কার্টুনিস্ট, চিত্রশিল্পী বিপুল শাহ্। এবার ২৫তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেয়েছেন বিশিষ্ট কবি শামীম রেজা।

উৎসবের আহ্বায়ক ছিলেন-গাজী মোবারক হোসেন ও নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ্ এমরানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন- নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দীন খান।  

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাবন্ধিক আবু আক্কাস আহমেদ, প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, অধ্যাপক মতীন্দ্র সরকার, প্রফেসর আফজাল রহমান, প্রফেসর সৌমিত্র শেখর, আহমেদ স্বপন মাহমুদ, মুম রহমান, নাট্যকার রুবাইয়াৎ আহমেদ, কথাশিল্পী হামীম কামরুল হক, কবি ইয়াসিনুর রহমান, কবি লিজা কামরুন্নাহার, কবি দিলশাদ সিদ্দিকা স্বাতী, ছড়াকার সঞ্জয় সরকার, কবি মনোয়ার সুলতান, কবি রইস মনোরম, কবি শিমুল মিলকী, কবি এনামূল হক পলাশ, কবি অনিদ্য জসিম, কবি দুনিয়া মামুন, কবি তানভীর জাহান চৌধুরী, কবি স্বপন হাজং, কবি সুজন হাজং, কবি মাহবুব কবির, কবি মাহমুদ সীমান্ত, কবি স্বপন পাল, কবি পহেলী দে, কবি সজল অনিরুদ্ধ, কবি প্রমোদ দেবনাথ, কবি হারাধন সাহা, কবি অনিকেত শামীম, কবি গণি আদম, কবি আবদুর রাজ্জাক, কবি সাকিরা পারভীন, কবি রানা নাগ, কবি মামুন খান, কবি লোকমান হাকিম, কবি আসাদ মান্নান, কবি কামাল হোসাইন, কবি নিলম বিশ্বাস রাতুল, গল্পকার পূরবী সম্মানিত, কবি দীপক সরকার, কবি শাহেদ কায়েস, কবি আশরাফ রোকন, কবি হাসান মাহমুদ, কবি জুয়েল মোস্তাফিজসহ অনেকে।

প্রবদ্ধ উপস্থাপন করেন- কবি সরোজ মোস্তফা, ষড়ৈশ্বর্য মুহাম্মদ, শিমুল সালাউদ্দীন, কবি মোস্তফা তারিকুল আহসান।
 
অনুষ্ঠানের বসন্তবন্দনা পরিবেশন করে- উদীচী শিল্পী গোষ্ঠী, নেত্রকোনা জেলা সংসদ। তবলার লহরা পরিবেশন করেন- সুব্রত রায় টিটু, নৃত্যানুষ্ঠান পরিচালনা করেন- তমা রায় এবং ওস্তাদ মুখলেছুর রহমানের একক পরিবেশনায় বাঁশির সুর পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।