ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

বরিশালে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
বরিশালে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব উদ্বোধন

বরিশাল: বরিশালে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৩ মার্চ) সকালে বরিশাল নগরের বান্দরোডের জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বরিশালের প্রধান এ এইচ তৌফিক আহমেদ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন, খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি নজমুল হোসেন আকাশ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় যোগ দেন অতিথিরা। শেষে প্রধান অতিথি জসীম উদ্দীন হায়দার উৎসবের উদ্বোধন করেন। এ সময় শিশু চলচ্চিত্র উৎসবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এদিন উৎসবে শিশুদের জন্য বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এমএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।