ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

দেখা হবে!

হাসান সাইমুম ওয়াহাব | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
দেখা হবে!

দেখা হবে!
(সদ্য প্রয়াত বন্ধু আসিফ সাদেকের স্মরণে)

আমার যেন দায় পড়ে গিয়েছে শোক-গাথা লিখবার!
একজন একজন করে টুপটাপ ঝরে পড়ছে
সাথে নিয়ে এক টুকরো কলিজা আমার!
অথচ কেমন তারাভরা আকাশ হয়ে
ঝুলে ছিলাম আমরা!!

দু’রাত আগেও একসাথে উচ্ছ্বলতায় ভাসলাম খুব!
মাত্র দু’রাতের ব্যবধানে 
এভাবে কেউ কি যায়! না যেতে আছে!
মাতৃসম হয়ে ওঠা কন্যারা, ভ্রাতৃসম বন্ধু সাজু আর
এলমা ভাবীকে ছেড়ে যাবার 
কি এমন তাড়া ছিলো তোর আসিফ?!

সেদিনের ফাগুন মাসের এমন পুবালী হাওয়া
আর ঝিরঝিরে বৃষ্টি,
তবে কি তুই সাজিয়ে এনেছিলে!
আমাদের কান্না আর বৃষ্টি 
একাকার হলে ঝরে পড়তে থাকলো 
তোর বন্ধুতার পরশ লেগে থাকা 
পুরাণ ঢাকা, শাহীন স্কুল, ঢাকা কলেজ,
কানাডা, লন্ডন আর নাম না জানা
তোর অচেনা-গোপন বন্দরগুলোতে!

যদি ভাবিস, খুব বেশি এগিয়ে গেলি-
তবে জেনে রাখ;
আমরাও ঠিক পেছনে তোর!
দেখা হবেই!!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।