ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফরিদপুরে হুমায়ুন কবিরের ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
ফরিদপুরে হুমায়ুন কবিরের ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন

ফরিদপুর: ফরিদপুরের কৃতি সন্তান লেখক, রাজনীতিজ্ঞ, শিক্ষক ও দার্শনিক হুমায়ুন কবিরের ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।  

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এ বার্ষিকী উদযাপন করা হয়।

 

এ উপলক্ষে ফরিদপুরের সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বিপ্লব বালা প্রমুখ।

স্মরণ সভায় হুমায়ুন কবিরকে নিয়ে প্রবন্ধ পাঠ করেন মাহফুজুল আলম মিলন, ফরিদপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুমা বেগম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক প্রবাল কুমার মালো।

সভায় বক্তারা বলেছেন, হুমায়ুন কবির শুধু বাংলাদেশেই নয়, তিনি উপমহাদেশে তার কর্মের মাধ্যমে ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।  

হুমায়ুন কবিরের নামে একটা সড়ক কিংবা স্মৃতিস্তম্ভ নির্মাণ করার জন্য পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণও করেন বক্তারা।  

এ সময় হুমায়ূন আহমেদের লিখিত দু’টি কবিতা পাঠ করেন বিদ্যালয়ের ছাত্রী সুরাইয়া আক্তার রাত্রি ও মাহবুবা আক্তার হাওয়া।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।