ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ জন

ঢাকা: কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন ১৫ জন বিশিষ্ট ব্যক্তি।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ‘অমর একুশে বইমেলা-২০২২’- এর উদ্বোধন অনুষ্ঠানে এসব পুরস্কার প্রদান করা হয়।


বাংলা একাডেমি প্রান্তে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুরস্কার তুলে সংস্কৃতি  বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ প্রাপ্তরা হলেন- 
•    কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ 
•    কথাসাহিত্যে ঝর্না রহমান ও বিশ্বজিৎ চৌধুরী 
•    প্রবন্ধ গবেষণায় হোসেনউদ্দীন হোসেন 
•    অনুবাদে আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী 
•    নাটকে সাধনা আহমেদ 
•    শিশুসাহিত্যে রফিকুর রশীদ 
•    মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় পান্না কায়সার 
•    বঙ্গবন্ধু-বিষয়ক গবেষণায় হারুন-অর-রশিদ 
•    বিজ্ঞান কল্পবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান বিষয়ে শুভাগত চৌধুরী 
•    আত্মজীবনী স্মৃতি-কথা-ভ্রমণকাহিনি বিভাগে সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো 
•    ফোকলোর বিভাগে আমিনুর রহমান সুলতান।


সম্মাননা স্মারকের পাশাপাশি নির্বাচিত প্রত্যেকে তিন লাখ টাকা এবং সম্মাননাপত্র পাবেন।
 ১৯৬০ সাল থেকে বাংলা সাহিত্যের ১০টি শাখায় পুরস্কার প্রদান করছে বাংলা একাডেমি।  


বাংলাদেশ সময় ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এমইউএম/এইচএমএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।