ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

জন্মবার্ষিকীতে ৫ খণ্ডে ‌‘রশীদ করীম-রচনাবলি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
জন্মবার্ষিকীতে ৫ খণ্ডে ‌‘রশীদ করীম-রচনাবলি’

ঢাকা: রশীদ করীম বাংলা সাহিত্যের এক বিশিষ্ট কথাশিল্পীর নাম। তরুণ রশীদ করীমের গল্প পড়ে মুগ্ধ হয়েছিলেন বুদ্ধদেব বসু।

তবে গল্পের চেয়ে তার সিদ্ধি ঘটেছে উপন্যাসে।

শনিবার (১৪ আগস্ট) রশীদ করীমের ৯৬তম জন্মবার্ষিকী স্মরণে 'ঐতিহ্য' ৫ খণ্ডে প্রকাশ করছে ‘রশীদ করীম-রচনাবলি’।

প্রকাশনা সংস্থা ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাঈম জানান, ২৫৫০ পৃষ্ঠার এ রচনাবলির মূল্য নির্ধারিত হয়েছে ৪৮০০ টাকা (নিয়মিত সংস্করণ) এবং রেক্সিন বাঁধাই ৫৫০০ টাকা। অার যেসব পাঠক রচনাবলি প্রকাশে 'সহযোগী পাঠক' হবেন, তারা পাবেন 'নিয়মিত সংস্করণ' মাত্র ২১০০ টাকায়। আর বিশেষ সংস্করণ (রেক্সিন বাঁধাই) মাত্র ২৬০০  টাকায়।

তিনি জানান, আগামী ২২ আগস্টের মধ্যে নিয়মিত সংস্করণের জন্য ১০০০ এবং রেক্সিন বাঁধাইয়ের জন্য ১৫০০ টাকা অগ্রিম দিয়ে এবং বাকি টাকা ২০ সেপ্টেম্বরের পর দিয়ে বুঝে নিতে পারবেন ৫ খণ্ড রশীদ করীম-রচনাবলি।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
ডিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।