ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

অনুগমন

হাসান সাইমুম ওয়াহাব | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
অনুগমন

 

(অতিমারিতে অকালপ্রয়াত কবিবন্ধু শুভ মহসীন স্মরণে)

 

অভিমানী তুই চলে যাওয়ার পর
পৃথিবীটাই কেমন বদলে গেলো!
না-কি তুই নেপথ্যে কলকাঠি নাড়ছিস খুব!
সাক্ষাতে কিংবা অন্তরজালে তোকে পাচ্ছে না
কেউ আর কোন নেটওয়ার্কে!
আলবেয়ার কাম্যু কোন কামের বিষয় নয়–
বলছিস না এসব কিছুই আর!
অথচ প্লেগের মতই আরেক অতিমারিতেই
একজন আউটসাইডার হলি তুই!
ব্যতিক্রম চত্বর কিংবা তৌহিদের পাঠশালায়
তোর পাগলামিটাকে আর যাচ্ছে না পাওয়া!

ফাইভ ফিফটি ফাইভের প্যাকেটের মূল্যবান গোপন সিন্ধুকটাও
খুঁজে খুঁজে হয়রান সবাই!
কেবল তোর কাছে পৌঁছানোর হিমশীতল দরজাটার
ক্রমশ নিকটবর্তী হচ্ছি আমরা!!

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।