ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

কথাসাহিত্যিক সমরেশ মজুমদার হাসপাতালে 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জুন ১২, ২০২১
কথাসাহিত্যিক সমরেশ মজুমদার হাসপাতালে 

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। এ অবস্থায় শুক্রবার (১১ জুন) কলকাতার বাইপাস এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

সেখানেই আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।  

সমরেশ মজুমদারের মেয়ে দোয়েল মজুমদার শনিবার (১২ জুন) সকালে মোবাইল ফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গতকালের তুলনায় বাবার অবস্থা এখন কিছুটা ভালো। ডাক্তাররা বলছেন, মেডিসিনও রেসপন্স করছে। বাবার আগে থেকেই ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যা ছিল। গতকাল সন্ধ্যার পর হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল তার। তাই দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করাই। কাল রাতে রক্তে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে গিয়েছিল। বর্তমানে অনেকটাই বেটার।  

শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে সমরেশ মজুমদারের। তার জেরেই শ্বাসকষ্ট হচ্ছিল। গত ১০-১২ বছর ধরে ফুসফুসের জটিল রোগ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে (সিওপিডি) ভুগছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জুন ১২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।