ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

একাকী | সোহেল আমীর

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মে ২৫, ২০২১
একাকী | সোহেল আমীর

একাকী

আমার জীবনে কোন সঙ্গীত ছিল না,
রাস্তার অনাথরাই ছিল আমার একান্ত সঙ্গী।
জ্বলন্ত রাস্তায় হেঁটেছি আমি খালি পায়ে,
কাঁটা গাছ আলিঙ্গন করেছি বুকে গায়ে।

সামলিয়েছি ঝড়, মহামারী, জলোচ্ছ্বাস,
বাতাস খেয়ে পার করেছি পুরো মাস।
কবর খুঁড়ে শুয়ে দেখেছি অজস্রবার,
বিষপানে মরেছি আমি না করে চিৎকার।

নিজেকে তিলে তিলে,
খুন করে,
আজ আমার উপলব্ধি—
মানুষ হতে এখনও অনেক বাকি!

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ২৫, ২০২১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।